প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরিবেশক মালিক সমিতির দোয়া মাহফিল ও আলোচনা সভা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার দুপুরে শহরের মেইন রোডস্থ টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি আবুল বাশার উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আরমান আলি খান, উপদেষ্টা আহসান খান আছু, মোঃ মাহফুজুর রহমান মামুন, সায়মন তালুকদার রাজিব, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান ভিপি শামীম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com